






News from your area






Bangladesh announce ODI squad for Sri Lanka series, Naim returns after 2 years
Bangladesh have announced a 16-member squad for the upcoming ODI series against Sri Lanka, with left-handed opener Mohammad Naim making a return to the national setup after more than two years. Right-arm pacer Taskin Ahmed also returns from injury. Chief selector Gazi Ashraf Hossain announced...










ভালো কাজের আশ্বাস পাবেন। পরিবারের কল্যাণচিন্তায় কিছুটা অস্থিরতা থাকতে পারে। কাছের কারো কাছ থেকে কোনো কাজের সন্ধান পেতে পারেন, যা ভবিষ্যতে কাজে লাগবে। নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রাখুন।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা এগিয়ে যাবে। ইতিবাচক সংবাদে আশাবাদী হবেন। আটকে যাওয়া কাজ সচল হবে। বুদ্ধি সঠিক পথে পরিচালিত হবে। নতুন যোগাযোগকে কাজে লাগান। হাল ছাড়বেন না। ভ্রমণ শুভ।
সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। নিজ ভাবনাকে প্রতিষ্ঠিত করতে পারবেন। বুদ্ধিবলে বিরূপ পরিস্থিতিকেও অনুকূলে নিয়ে আসতে পারবেন। বাণিজ্যিক প্রচেষ্টা সফল হবে। আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে।
দিনটি আনন্দের মধ্যে কাটবে। কোনো যোগাযোগে আশাবাদী হবেন। আপনার কাজ দ্বারা অন্যদের খুশি করতে পারবেন। সাফল্য নির্ভর করবে আপনার দূরদর্শিতার ওপর। মানসিকভাবে দৃঢ় থাকুন।
কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। সংসারে ব্যয় বাড়তে পারে। কাছের মানুষদের সহযোগিতা পাবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। গুরুত্বপূর্ণ বিষয়ে ধৈর্যের পরিচয় দিতে হবে। অস্থির চিন্তায় কাজ নষ্ট করবেন না।
আয়ের নতুন যোগাযোগ আসতে পারে। ভালো বন্ধু পাবেন, যে বিভিন্নভাবে আপনাকে সাহায্য করবে। ব্যবসায় জটিলতা দূর হবে। প্রেম-প্রণয়ের সুসময়। ব্যক্তিগত বিষয় অনুকূলে থাকবে। ইতিবাচক মনোভাবে সফলতা পাবেন।
কাজের উন্নতির যোগ প্রবল। বৈষয়িকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। পরিকল্পনা বাস্তবায়নে অন্যকে প্রভাবিত করতে পারবেন। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিন। সবার সঙ্গে মিলেমিশে কাজ করুন।
বিদেশসংক্রান্ত কোনো কাজে অগ্রগতি হতে পারে। আর্থিক ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে। সন্তানের কোনো শুভ সংবাদ পেতে পারেন। গুরুত্বপূর্ণ জিনিস সাবধানে রাখুন। সুস্থ থাকুন।
কল্যাণমূলক কাজের ভাবনায় উত্সাহী হবেন। প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ থাকবে। আবেগের বশে কাজ করবেন না। পূর্ববর্তী কাজ শেষ না করে নতুন কিছু না করাই ভালো। লক্ষ্যে অবিচল থাকুন।
সামাজিক যোগাযোগ বাড়বে। যৌথ কাজে অগ্রগতি হবে। প্রিয়জন ও বন্ধু সঙ্গ আনন্দ বৃদ্ধি করবে। আগের ভুল সংশোধন করার সুযোগ পাবেন। উত্ফুল্ল থাকুন। একলা কোনো কাজ করবেন না।
সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। নিজের বুদ্ধিতে কর্মস্থলে উন্নতি হতে পারে। কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে হতে পারে। প্রত্যাশিত অর্থ লাভে বিলম্ব হবে। সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখুন।
অপ্রত্যাশিত কিছু পেতে পারেন। কোনো বন্ধু উপকারে আসবে। ব্যবসায়ীদের উপার্জন বৃদ্ধি পাবে। প্রেমপ্রীতিতে সাফল্য আসবে। গঠনমূলক কাজে আনন্দ পাবেন। ব্যক্তিগত বিষয় অনুকূলে থাকবে।